ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোর্স করুন সম্পূর্ণ ফ্রীতে
মুন্নিহোষ্টের সম্মানিত গ্রাহক, ভিজিটর, শুভাকাঙ্খী ও সকলদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে, মুন্নিহোষ্ট থেকে যেকোন ডোমেইন এন্ড হোষ্টিং সার্ভিস কিনলেই পাচ্ছেন ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোর্স সম্পূর্ণ ফ্রী ।
বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপট অনুযায়ী দারীদ্রতা ও বেকারত্ব দূরীকরণে যুবসমাজকে এগিয়ে নিতে ফ্রিলান্সিং খুব জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় । কিন্তু অনেকেরই এ বিষয়ে যথেষ্ট জ্ঞান না থাকায় বা এ বিষয়ে সঠিক গাইডলাইন না থাকায়, ইচ্ছা থাকা সত্বেও এ বিষয়ে এগোতে পারছেন না বা সুষ্পষ্ট ধারণা নিতেও পারছেন না । ইতিমধ্যে বাংলাদেশের অনেক সনামধন্য কিছু আইটি ইনষ্টিটিউট এ বিষয়ে কোর্স চালু করেছেন এবং অনেকেই তাদের থেকে কোর্স করে সাফল্য লাভ করছেন । কিন্তু তাদের সমস্ত কোর্সগুলোর জন্য যে এমাউন্ট টা রাখা হচ্ছে তা বাংলাদেশের বেকার সমাজ বা অনেকের জন্যই কষ্টসাধ্য বিষয় । ফলে অনেকেই ইচ্ছাথাকা সত্বেও পিছিয়ে যাচ্ছে । আমরা মূলত তাদের জন্যই এই কোর্সটির ব্যবস্থা করতে যাচ্ছি । এবং ট্রেইনার হিসেবে আমাদের ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এক্সপার্ট টীম সম্পূর্ণ দ্বায়ীক্ত পালন করবে । তাছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাদের এক্সপার্ট ডেভেলপার এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থীরা এ বিষয়ে আমাদের সহযোগীতা করবে ।
আমরা মূলত যেভাবে আমাদের এই কোর্সটি চালু করতে যাচ্ছি তার কিছু সংক্ষিপ্ত বিবরণ:
- বেসিক থেকে শুরু করে এডভান্স লেভেল পর্যন্ত সম্পূর্ণ বাংলায় ক্লাস প্রদান করা হবে
- স্টেপ বাই স্টেপ স্ক্রিনশেয়ার করে ট্রেইনআপ করা হবে । (লিংক শেয়ার করা হবে যেখানে শিক্ষার্থীরা লাইভ ক্লাস দেখতে পারবে।)
- ক্লাস চলাকালীন প্রতিটা শিক্ষার্থী এবং ট্রেইনার পরস্পরের সাথে কথা বলে তাদের সমস্যা, বা কোন বিষয় বুঝতে সমস্যা হলে প্রশ্ন করতে পারবে বা তাদের মতামত জানাতে পারবে ।
- কোর্স শেষে প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট প্রদান করা হবে
- ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে(Fiverr,upwork,freelancer) কিভাবে কাজ করতে হবে, কিভাবে কাজ কমপ্লিট করে ক্লাইন্টসকে বুঝিয়ে দিতে হবে ক্ষেত্রে সহযোগীতা করা হবে ।
- বিভিন্ন প্রিমিয়াম ডিজাইন, ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থীম+প্লাগিন, প্রিমিয়াম পিএইপি স্ক্রিপ্ট সকল শিক্ষার্থীদের জন্য ফ্রি এক্সেস দেয়া হবে ।
- জব হোল্ডার, শিক্ষার্থী বা বেকার যুবকদের ব্যাচভিত্তিক আলাদা আলাদা ক্লাস সিডিউল করার ব্যবস্থা । (বি:দ্র: প্রতি ব্যাচে 20 জন করে ক্লাস নেয়া হবে ।)
- বিশেষ করে আমাদের প্রতিটা ক্লাসই সন্ধাকালীন হবে । কেননা, আমাদের এ বিষয়ে এক্সপার্ট ট্রেইনার টীম তাদের ফ্রী সময়টাতে এই ক্লাস গুলো পরিচালনা করবে ।
আমরা যে যে বিষয়ে কোর্স চালু করতে যাচ্ছি:
- ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট (ফ্রী)
- গ্রাফিক্স ডিজাইন
আপাতত এই দুইটি বিষয় নিয়ে আমরা আমাদের এই যাত্রা শুরু করতে যাচ্ছি ।
শিখতে যা যা আপনার থাকা লাগবে :
- এন্ডয়েড ফোন/কম্পিউটার/ল্যাপটপ (যেহেতু আমরা অনলাইনে ক্লাস পরিচালনা করবো । তাই আপনার এই ক্লাসে অংশগ্রহন করার জন্য, অবশ্যই এন্ডয়েড ফোন/কম্পিউটার অথবা ল্যাপটপ থাকতে হবে )
আগ্রহীগণ অনলাইনে এডমিশন পেতে লিংকটিতে ক্লিক করুন Admission Form
এডমিশন ডিটেইল এবং শিক্ষার্থী লগিন ইনফরমেশন আপনাকে ইমেইল এবং মোবাইল নাম্বারে এসএমএস করে জানিয়ে দেয়া হবে ।
ক্লাস সিডিউল বা ক্লাস সংক্রান্ত যেকোন আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে একটিভ থাকুন । আমাদের ফেসবুক পেজ Munni Host FB Page
বিস্তারিত জানতে যোগাযোগ করুন 01400996000
ধন্যবাদ সবাইকে, MunniHost Team